Friday, February 10, 2017

The shortest path for ফাঁকিবাজ





প্রোগ্রামিংয়ের বলদ টু বস প্রোগ্রামিংয়ের দাঁতভাঙ্গা বই পড়তে গিয়ে অজ্ঞান হওয়া, কিংবা দুইদিন ঠুসা মেরে ভয়ের চোটে লেজ গুটিয়ে পালানো পোলাপানদের জন্য লেখা হয়েছে ‘প্রোগ্রামিংয়ের বলদ টু বস’। যাতে ১. স্মার্টফোনে কোন কিছু ইনস্টল না করেই প্রোগ্রামিং শিখতে পারে ২. বিগিনার লেভেলের প্রোগ্রামার হওয়ার সবচেয়ে ছোট ও সহজ রাস্তাটা ফাঁকিবাজরাও ধরতে পারে ৩..এমনকি বই পড়তে পড়তে নিজে নিজেই ছোটখাটো সফটওয়্যার বানিয়ে ফেলতে পারে ৪. আরেকটু প্রাকটিস করে চাকরি বা ইন্টার্নের জন্য এপ্লাই করা শুরু করতে পারে . সেজন্যই প্রোগ্রামিংয়ের হাবিজাবি বিদঘুটে জিনিসগুলোকে একদম পানির মতো সহজ করে, শরবত বানিয়ে খাওয়ানো হয়েছে। যাতে পোলাপান বাপের নাম ভুলে গেলেও, প্রোগ্রামিং না ভুলে। . বইটা পাওয়া যাবে আদর্শ প্রকাশনী, বইমেলা ৪৯৬-৪৯৭ ২৫% ছাড়ে দাম ১৫০ টাকা ১২ তারিখ বিকাল ৪.০০ টার পর থেকে . courtesy : -ঝংকার মাহবুব, বলদ কমিটির চেয়ারম্যান

No comments:

Post a Comment